মনু ভাকের প্যারিস অলিম্পিক্সে জোড়া ব্রোঞ্জ জিতেছেন প্রথম ভারতীয় মহিলা শ্যুটার হিসেবে একই অলিম্পিক্সে দুটো পদক জিতেছেন তবে মনুর জীবনের টার্নিং পয়েন্ট এসেছিল ২০২৩ সালে প্রাক্তন অলিম্পিয়ান যশপাল রানার সঙ্গে কথা বলেছিলেন মনু মনু শ্যুটিং ছেড়ে বিদেশে চলে যেতে চাইছিলেন, পড়াশুনোর জন্য যশপাল রানা মনুকে বলেছিলেন শ্যুটিং ছাড়তে না শুধু দেশ নয়, বিশ্বের অন্য়তম সেরা শ্যুটার মনু, এমনটাই ছাত্রীকে বলেছিলেন যশপাল রানা এই কথা শুনেই নাকি উদ্বুদ্ধ হয়ে গিয়েছিলেন তরুণী শ্যুটার এরপরই চলতি বছর অলিম্পিক্সে দাপটের সঙ্গে পারফর্ম করেন গতকাল ২৫ মিটার পিস্তল ইভেন্টে চতুর্থ স্থান অধিকার করেন মনু