বাজ়বল, ক্রিকেট বিশ্বে শোরগোল পড়ে গিয়েছে এই একটি শব্দ নিয়ে

কী এই বাজ়বল? কেনই বা বাজ়বল নাম দেওয়া হয়েছে?


টেস্ট ক্রিকেটের প্রতি মানুষের দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছে বাজ়বল


বাজ়বলের অর্থই হল, টেস্ট ক্রিকেট খেলো ইতিবাচক ও আগ্রাসী মানসিকতা নিয়ে


ড্র করার জন্য নয়, টেস্টেও মাঠে নামো ফলাফল হবে এমন মানসিকতা নিয়ে



ইংল্যান্ডের টেস্ট দলের কোচ হয়ে আসার পর এই মন্ত্রেই দীক্ষা দিয়েছেন ব্রেন্ডন ম্যাকালাম



নিউজ়িল্যান্ডের প্রাক্তন অধিনায়ককে বাজ় নামে ডাকা হতো


ম্যাকালামের ডাকনাম থেকেই ইংল্যান্ডের আগ্রাসী ক্রিকেটকে বলা হয় বাজ়বল

ব্যাটাররা দ্রুত রান তোলেন, যাতে বোলাররা প্রতিপক্ষকে আউট করার বাড়তি সময় পান

আর বোলারদের লক্ষ্য থাকে রান আটকানো নয়, উইকেট তোলা (ছবি - পিটিআই)