সরফরাজ খানের বয়স তখন ১২ বছর



হ্যারিস শিল্ডের ম্যাচে ৪৩৯ রান করে হইচই ফেলে দিয়েছিলেন



সেই ইনিংসের ঠিক ১৪ বছর, তিন মাস ও দশ দিন পরে টেস্টে অভিষেক হল



অভিষেকেই ভেতরে থাকা বারুদের প্রমাণ দিলেন সরফরাজ



ইংল্যান্ডের বিরুদ্ধে ৪৮ বলে হাফসেঞ্চুরি



৬৬ বলে ৬২ রান করলেন সরফরাজ



রবীন্দ্র জাডেজার সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট



ঘরোয়া ক্রিকেটে প্রতি মরশুমে হাজারের ওপর রান করেছেন



তবু ফিটনেসের দোহাই দিয়ে জাতীয় দলে ব্রাত্য রাখা হতো



সুনীল গাওস্কর-রবি শাস্ত্রীরাও বারবার তাঁর সমর্থনে গলা ফাটিয়েছেন



অবশেষে স্বপ্নপূরণ হল সরফরাজ খানের (ছবি - পিটিআই)