পাঞ্জাবের ফাজ়িলকা থেকে ভারতীয় ক্রিকেটের 'প্রিন্স' হয়ে ওঠা শুভমন গিল ইতিমধ্যেই খ্যাতির শিখরে পৌঁছেছেন।



দিন, প্রতিদিন ২২ গজে তাঁর পারফরম্যান্স যত ক্ষুরধার হচ্ছে, গিলের সুখ্যাতিও ততই বাড়ছে। আর পাল্লা দিয়ে বাড়ছে তাঁর সম্পত্তির পরিমাণও।



তিন ফর্ম্যাটেই ভারতীয় দলের হয়ে খেলেন গিল। পাশাপাশি আইপিএল গুজরাত টাইটান্সের অধিনায়কও তিনি।



২২ গজের পারফরম্যান্স গিলকে একাধিক ব্র্যান্ডের মুখও করে তুলেছে। এই সবের সুবাদেই তাঁর সম্পত্তির পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৩২ কোটি টাকা।



রয়েছে নামীদামি বিভিন্ন ব্র্যান্ডের দামি গাড়িও।



বর্তমানে পাঞ্জাবের ফিরোজপুর জেলায় এক বিলাস বহুল বাড়িতে থাকেন শুভমন।



সোশ্যাল মিডিয়ায় বাড়ির না না ছবিও মাঝেসাঝে প্রকাশ করেন তিনি। তাঁর বাড়ির ইন্টেরিয়ার থেকে ফার্নিচার, দেওয়ালের রঙ তাঁর সাধারণ চিন্তাভাবনারই পরিচয় দেয়।



ঠাসা সূচির মধ্যে থেকেও গিল কিন্তু ঘুরতে ভালবাসেন। কখনও ইউরোপ, আবার কখনও মলদ্বীপে ঘুরেত দেখা যায় তাঁকে।



এত ব্যস্ততার মাঝেও গিলের ভ্রমণের এই নেশা, তাঁর ব্যক্তিত্বের আরেকটি রূপ তুলে ধরে।



তবে অনেকেই হয়তো জানেন না শুভমন গিল কিন্তু ক্রিকেটের পাশাপাশি এক সুপারহিরো সিনেমাতে কণ্ঠদানও করেছেন।



স্পাইডারম্যান ভার্সের সিনেমা পাভিতর প্রভাকরের হিন্দি ও পাঞ্জাবিতে কণ্ঠদান করেছেন। এই বিষয়টি তাঁর প্রতিভারই পরিচয়বাহক।