ভারতীয় ক্রীড়াজগতের উজ্জ্বলতম নক্ষত্রদের অন্যতম সানিয়া মির্জা



নিজের দুরন্ত টেনিস কেরিয়ারের জন্য তিনি খ্যাতির শিখরে উঠেন



বর্তমানে শোয়েব মালিকের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর ছেলের সঙ্গেই থাকেন সানিয়া



টেনিস থেকেও অবসর নিয়েছেন তিনি



তবে অবসরের পরেও তাঁর সম্পত্তির পরিমাণ বৃদ্ধিই পেয়েছে



সানিয়া টেনিসের বাইরেও বিভিন্ন ব্র্যান্ডের মুখ, না না ইভেন্টেও দেখা যায় তাঁকে



এইসব বাদেও বর্তমানে সানিয়া একজন সফল বিজনেসওম্যানও বটে



বিভিন্ন শোয়ে সঞ্চালকের দায়িত্বও পালন করেন তিনি



এইসব মিলিয়েই সানিয়ার সম্পত্তির পরিমাণ খেলা ছেড়ে দেওয়ার পরেও আগের থেকে বেড়েছে



রিপোর্ট অনুযায়ী ২০২৪ সালে সানিয়ার ২০০ কোটি সম্পত্তি ছিল যা বর্তমানে বেড়ে ২১৬ কোটি দাঁড়িয়েছে