টোকিও অলিম্পিক্সে বক্সিংয়ে ব্রোঞ্জ জিতেছিলেন লভলিনা বড়গোঁহাই প্যারিস অলিম্পিক্সে অবশ্য পদক জিততে পারেননি আসামের এই তরুণী এবার একেবারে অন্য মেজাজে দেখা গেল ২৬ বছরের এই মহিলা বক্সারকে পাহাড়ের কোলে একেবারে বাইক রাইড করছেন লভলিনা নিজের সোশ্য়াল মিডিয়ায় এই ছবি পোস্ট করেছেন আসামের বক্সার ছবিতে দেখা যাচ্ছে যে ট্র্যাক জ্যাকেট পরে রয়্যাল এনফিল্ড বাইক নিয়ে লভলিনা পাহাড়ের দুর্গম রাস্তায় চোখে সানগ্লাস পরে কোথায় যাচ্ছেন লভলিনা? দেখে মনে হচ্ছে কেউ যেন ছবিগুলো তুলে দিচ্ছেন লভলিনা, তাহলে ক্যামেরার ওপারে কে? লভলিনা কি কারও সঙ্গে প্রেম করছেন? ছবি দেখে কিন্তু অনেকেই এমনটাই আন্দাজ করছেন আসামের লভলিনা ৭৫ কেজি ক্যাটাগরিতে প্যারিস অলিম্পিক্সে হেরে গিয়েছিলেন