তাঁকে মনেই হবে না যে, তিনি খেলার দুনিয়ার প্রতিনিধি বরং তাঁকে দেখলে মনে হবে বলিউডের কোনও অভিনেত্রী রূপের জৌলুসে তিনি হার মানাবেন বলিউডের প্রথম সারির অভিনেত্রীদেরও দুর্দান্ত গ্ল্যামার, ঝকঝকে চেহারা, সোনায় মোড়া হাসি, সাহসী পোশাকেও সাবলীল তিনি হার্লিন দেওল, না, বলিউডের বিখ্যাত দেওল পরিবারের সদস্য নন হার্লিন ক্রিকেটার, ভারতের মহিলা ক্রিকেট দলের সদস্য, চলতি WPL-এ খেলছেন গুজরাত জায়ান্টসে অলরাউন্ডার হার্লিনের বাড়ি চণ্ডীগড়ে, ঘরোয়া ক্রিকেটে খেলেন হিমাচল প্রদেশের হয়ে ভারতের হয়ে ২৪টি টি-টোয়েন্টি ও ১০টি ওয়ান ডে ম্যাচ খেলেছেন হার্লিন গত বছরের জুলাইয়ে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ জেতানো ৭৭ রান করে প্রচারের আলোয় আসেন ডব্লিউপিএলের প্রথম মরশুমে নজরকাড়া পারফরম্যান্স, এবারও গেমচেঞ্জার হয়ে উঠতে পারেন (ছবি - হার্লিনের ইনস্টাগ্রাম)