তিনি থাকা মানেই যে কোনও মঞ্চ একাই মাতিয়ে রাখবেন অন্যথা হল না ডব্লিউপিএলের উদ্বোধনেও শুক্রবার শুরু হল মহিলাদের আইপিএল বেঙ্গালুরুতে উদ্বোধনী অনুষ্ঠানের শো স্টপার শাহরুখ খান অনুষ্ঠানে ছিল চাঁদের হাট, শাহিদ কপূর, বরুণ ধবন, সিদ্ধার্থ মলহোত্র, কার্তিক আরিয়ান, টাইগার শ্রফরা ছিলেন তবে মধ্যমণি কিংগ খান, যাঁর মুখে নারীশক্তির জয়গান শাহরুখ বললেন, দেশের সর্বত্র এখন নারীরাই এগিয়ে থাকছে ক্রিকেট মাঠেও মহিলারা ছাপ ফেলছেন দেখে খুশি বাদশা ঝুমে জো পাঠান গানের সঙ্গে নাচলেন এসআরকে স্মৃতি মান্ধানা, হরমনপ্রীত কৌরদের নাচের পোজও শেখালেন (ছবি - পিটিআই)