ক্রীড়াবিদ থেকে নেতা, অভিনেতা, সর্বাধিক সার্চ করা ভারতীয়দের তালিকায় বৈচিত্রের ছড়াছড়ি

Published by: ABP Ananda

রুপোলি পর্দার জগতে তিনি অত্যন্ত পরিচিত মুখ। এই বছরে পাকাপাকিভাবে রাজনীতির ময়দানেও নেমে দুরন্ত সাফল্য পান পবন কল্যাণ।

জনসেনা পার্টির প্রধান তথা অন্ধ্রপ্রদেশের উপমুখ্যমন্ত্রী পবন এ বছরে ভারতের পঞ্চম সর্বাধিক সার্চ করা ব্য়ক্তিত্ব।

বিতর্কিতভাবে অধিনায়ক হওয়ার পর, আইপিএলে হতাশাজনক পারফরম্যান্স। উপরন্তু ব্যক্তিগত জীবেন ঝড়।

সবমিলিয়েই হার্দিক পাণ্ড্য ভারতীয়দের চর্চা ও গুগল সার্চ, উভয়েই ছিলেন।

পবনের মতোই অভিনেতা থেকে নেতা হওয়ার পথটা অতিক্রম করেন চিরাগ পাসওয়ান।

তরুণ এই নেতা খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী হওয়ার পরেই তাঁর জনপ্রিয়তা হু হু করে বাড়ে। ভারতীয়দের সার্চের তালিকায় তিনি তৃতীয়।

বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার তো বরাবরই চর্চায় থাকেন।

এই নির্বাচনের আগেও তিনি শিরোনাম কেড়ে নিয়েছিলেন। ২০২৫ সালে সার্চের তালিকায় নীতীশের আগে মাত্র একজন রয়েছেন।

সেই ব্যক্তির নাম বিনেশ ফোগত। অলিম্পিক্সে শেষ মুহর্তে নির্বাসিত হওয়া, কংগ্রেসে যোগদান, নিজের বিস্ফোরক না না মন্তব্যে বিনেশ বারবার শিরোনামে উঠে এসেছেন।

তিনিই এইবারে সবথেকে সার্চ হওয়া ভারতীয় ব্যক্তিত্ব।