নীরজের বিয়েতে যৌতুকের পরিমাণ শুনলে অনেকেই চমকে যাবেন

Published by: ABP Ananda

রবিবাসরীয় সন্ধেতে সকলকে বেশ খানিকটা চমকে দিয়েই নীরজ চোপড়া নিজের বিয়ের কথা ঘোষণা করেন।

পাত্রী পেশাদার টেনিস খেলোয়াড় হিমানি মোর।

নীরজের কাকা জানান দিন দু'য়েক আগেই বিয়ে সেরে মধুচন্দ্রিমায় রওনা দিয়েছেন নীরজরা।

লোকচক্ষুর আড়ালে দীর্ঘদিন ধরে প্রস্তুতি সারার পর কাছের লোকেদের নিয়েই বিয়ে সারেন তারকা অ্যাথলিট।

কিন্তু নীরজ এই বিবাহের জন্য যে পরিমাণ যৌতুক নিয়েছেন, তা শুনলে সকলেই চমকে যাবেন।

হিমানির বাবা-মা ভাস্কর ও মীনা জানা দুইজনের বিয়ের জন্য নীরজ কেবল এক টাকা নিয়েছেন।

দুইজনের নতুন জীবন যে কেবল ভালবাসা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতেই হয়েছে, তা কিন্তু বলাই বাহুল্য।

হিমানির বাবা, মা আরও জানান যে জামাকাপড় বা অন্য কোনওরকম উপহারও দুই পরিবারের তরফে আদান প্রদান করা হয়নি।

অর্থাৎ দুইজনের বন্ধন যে ভালবাসায় ভর করেই হয়েছে, তা বলাই বাহুল্য