বিখ্যাত ওড়িশি নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়



তাঁর আর একটি পরিচয়, ডোনা সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্ত্রী



ডোনার নাচের স্কুল দীক্ষামঞ্জরীতে প্রত্যেক বছরই সরস্বতী পুজো হয়



এবারও বাগদেবীর আরাধনা হল দীক্ষামঞ্জরীতে



পুজোর দিন সন্ধ্যায় একটি নাচের অনুষ্ঠানও আয়োজন করা হয়েছিল



পুজোর মধ্যেও অবশ্য উদ্বেগ রয়েছে গঙ্গোপাধ্যায় পরিবারে



সৌরভ-স্নেহাশিসের মা নিরূপাদেবী হাসপাতালে ভর্তি



শাশুড়িকে নিয়ে উদ্বেগে রয়েছেন ডোনাও



ডোনা জানিয়েছেন, প্রায় ৬০ বছর ধরে চলছে তাঁদের সরস্বতী পুজো



গত কয়েকবারের মতো এবারও প্রতিমা নির্মাণ করেছেন সনাতন রুদ্র পাল



পুজোর দিন খিচুড়ি ভোগ খাওয়ানোর বন্দোবস্ত ছিল দীক্ষামঞ্জরীতে (ছবি - ডোনা গঙ্গোপাধ্যায়ের ফেসবুক)