পেশাদার কুস্তিগীর জন সিনার ভক্ত ছড়িয়ে রয়েছে গোটা বিশ্বে
১৩ বার WWE ও তিনবার ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হয়েছেন জন সিনা
অভিনয় জগতেও নাম লিখিয়েছেন, একাধিক হলিউড সিনেমায় অভিনয় করেছেন
ট্যাম্পা ফ্লোরিডা ম্যানসনের মালিক সিনা, যে বাড়ির দাম ভারতীয় মুদ্রায় প্রায় ২৯ কোটি টাকা
স্যুইমিং পুল, গেস্ট হাউস, সিগার রুম - কী নেই সেই অট্টালিকায়?
কমলা রংয়ের বহুমূল্য ফোর্ড জিটি গাড়ি রয়েছে জন সিনার
ভারতীয় মুদ্রায় গাড়ির দাম প্রায় সাড়ে তিন কোটি টাকা
প্রায় আড়াই কোটি টাকা দামের গাড়িটি ঘণ্টায় ১০০ মাইল গতি তুলতে পারে মাত্র ১২ সেকেন্ডে
প্রায় এক কোটি টাকা দামের এই গাড়িও রয়েছে জন সিনার
প্রায় আড়াই কোটি টাকা দামের এই গাড়ি জন সিনার অন্যতম গর্বের সংগ্রহ (ছবি - পিটিআই ও জন সিনার এক্স)