যুজবেন্দ্র চাহালের সঙ্গে দূরত্ব বেড়েছে ধনশ্রী ভার্মার

২০২৩ সালেই ধনশ্রী ‘চাহাল’ পদবী সরিয়ে নিয়েছিলেন নিজের নামের পাশ থেকে

সূত্রের খবর, ধনশ্রীর জীবনে তৃতীয় ব্যক্তির আসাই সম্পর্কে ভাঙনের কারণ

সোশ্য়াল মিডিয়ায় চরম ট্রোলের শিকার হতে হচ্ছে পেশায় নৃত্যশিল্পী ধনশ্রীকে

সোশ্য়াল মিডিয়া ধনশ্রীকে খোঁচা দিয়ে ট্রোল করা হচ্ছে

কেউ লিখেছেন, ''কত তাড়াতাড়ি ৭০ শতাংশ সম্পত্তি দখল করে নেবে যুজি ভাইয়ের?''

কেউ কেউ তো লিখেছেন, ''এমন ধরণের মেয়েকে কখনওই বিয়েই করা উচিৎ নয়''

কেউ লিখেছেন, ''চাহাল ভাইকে ছাড়া তো আপনাকে কেউ চিনতই না''

কেউ কেউ লিখেছেন, ''জীবনে এই জন্যই সঠিক মানুষটিকে বেছে নিতে হয়''

কেউ বা আবার জানতে চেয়েছেন, 'ডিভোর্স হবে বলে কি কষ্ট পাচ্ছেন আপনি?'