আনোয়ারের নির্বাসন থেকে অলিম্পিক্সে বিনেশের বাতিল হওয়া, খেলায় বছরের সবথেকে বড় বিতর্কগুলি

Published by: ABP Ananda

এ বছরের আইপিএল চলাকালীনই মাঠের মধ্যে এক অকল্পনীয় ঘটনা দেখা যায়। দলের পরাজয়ের পরে সর্বসমক্ষে অধিনায়ক কেএল রাহুলকে ভর্ৎসনা করেন কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা।

রাহুল তাঁর পরিবারের মতো দাবি করলেও, তারকা ক্রিকেটার কিন্তু লখনউ দল ছেড়ে নিলামে উঠেন এবং নতুন দলে যোগ দেন।

এ বছরে ভারতীয় ক্রীড়াজগতের সম্ভবত সবথেকে বড় বিতর্ক বিনেশ ফোগতের অলিম্পিক্স পদক হাতছাড়া।

প্রথম ভারতীয় মহিলা হিসাবে কুস্তিগীর হিসাবে সোনা জয়ে থেকে একধাপ দূরে দাঁড়িয়ে থাকা বিনেশকে বাড়তি ওজনের জন্য বাতিল করা হয়। এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেও লাভের লাভ কিছুই হয়নি।

ভারতীয় ফুটবলের তারকা ডিফেন্ডার আনোয়ার আলির দল বদল নিয়ে চলে চূড়ান্ত নাটক।

মোহনবাগানের সঙ্গে চার বছরের লোন বাতিল করে আনোয়ারের ইস্টবেঙ্গলে যোগ দেওয়ায় সর্বভারতীয় ফুটবল ফেডারেশন নিয়মভঙ্গের জন্য তাঁকে প্রাথমিকভাবে চার মাস নির্বাসিত করে।

প্যারিস অলিম্পিক্স চলাকালীন অন্তিম পাংহাল নিজের কার্ড দিয়ে দিদিকে অবৈধভাবে গেমস ভিলেজে প্রবেশ করানোর চেষ্টা করেন।

এই ঘটনাকে কেন্দ্র করে চরম বিতর্ক তৈরি হয়, শেষমেশ অন্তিমকে দেশে ফেরত পাঠায় আইওএ।

তারকা কুস্তিগীর বজরং পুনিয়াকে জাতীয় অ্যান্টি-ডোপিং সংস্থা চার বছরের জন্য নির্বাসিত করে।

বজরং ডোপ টেস্ট না দেওয়ায় নির্বাসিত হন তিনি। তবে বজরং পাল্টা অভিযোগ করেন যে ডোপ পরীক্ষার জন্য সঠিক জিনিসপত্র না থাকায় তিনি পরীক্ষা দেননি।