সানরাইজার্স হায়দরাবাদের দুই ওপেনারই ব্যর্থ হন পরপর বলে দুজনে ফেরান ব্রেসওয়েল, ২৮ রানে দুই উইকেট হারায় সানরাইজার্স ক্লাসেন ও মারক্রামের ৯৬ রানের পার্টনারশিপে ম্যাচে ফেরে নিজামের শহরের ফ্র্যাঞ্চাইজি কেরিয়ারের প্রথম শতরান (১০৪) হাঁকান হেনরিক ক্লাসেন ২০ ওভারে ১৮৬/৫ তোলে সানরাইজার্স জবাবে মাত্র ৪.২ ওভারেই ৫০ পার করে আরসিবি স্বপ্নের ছন্দে থাকা ফাফ ডুপ্লেসি ৭১ রানের ইনিংসে নজর কাড়েন তবে ৬২ বলে শতরান করে শিরোনাম কাড়লেন বিরাট কোহলিই এটি কোহলির কেরিয়ারের ষষ্ঠ আইপিএল শতরান যা যুগ্মভাবে সর্বোচ্চ ফাফ-বিরাটের ওপেনিংয়ে ভর করে চার বল বাকি থাকতে ৮ উইকেটে জেতে আরসিবি