আজ জন্মদিন বলিউড অভিনেতা কর্ণ সিংহ গ্রোভারের। একনজরে দেখে নেওয়া যাক তাঁর সম্পর্কে অজানা কিছু তথ্য

ছোট পর্দা দিয়ে অভিনয় কেরিয়ার শুরু করেন কর্ণ

একটা ধারাবাহিকেই তিনি সেসময়ে বহু তরুণীর ক্রাশ হয়ে ওঠেন

তিন-তিনবার বিয়ের পিঁড়িতে বসেছেন কর্ণ সিংহ গ্রোভার

২০১৫ সালে বলিউডে বড় পর্দায় ডেবিউ হয় কর্ণের

'অ্যালোন' ছবি দিয়ে তাঁর বড় পর্দায় আত্মপ্রকাশের সঙ্গে সঙ্গে বিপাশা বসুর সঙ্গে সম্পর্ক শুরু হয়

২০১৬ সালে বিপাশা বসুর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন কর্ণ সিংহ গ্রোভার

দুই তারকার জীবনে গত বছরই প্রথম সন্তান এসেছে। কন্যা দেবীকে নিয়ে বর্তমানে তাঁরা অত্যন্ত ব্যস্ত

ছোট পর্দায় অভিনয় করাকালীন টেলিভিশনের সবথেকে বেশি পারিশ্রমিক নেওয়া অভিনেতাদের মধ্যে ছিলেন কর্ণ

বাস্তব জীবনে খেলাধুলো অত্যন্ত পছন্দ করেন কর্ণ। বাস্কেটবল, ভলিবল খেলায় তিনি বেশ পটু