বর্ষাকালে দূরত্ব বজায় রেখে চলুন ইলেকট্রিক তার বা ওয়ারিং থেকে।

জমা জলে হাঁটবেন না। জামা-কাপড় নোংরাই শুই নয় জমা জল থেকে পায়ে হতে পারে একাধিক ইনফেকশন।

মশা থেকে বাঁচুন- বর্ষাকালে বাড়ে মশার উপদ্রব। সঙ্গে মশাবাহিত রোগও। তাই মশারি টাঙান। মশা মারার ওষুধ লাগান।

গাড়ি চালান সাবধানে- বর্ষায় ভিজে রাস্তা হয়ে থাকে পিছল, সেখানে আশঙ্কা বেশি দুর্ঘটনার। তাই বুঝে-শুনে নিয়ন্ত্রিত গতিতে গাড়ি চালান।

ইলেকট্রিকের জিনিস খুলে রাখুন- বর্ষায় বেশি বৃষ্টি হোক বা বাজ পড়া, খারাপ হয়ে যেতে পারে ইলেকট্রিকে ব্যবহার হওয়া জিনিস।

জানলা ভাল করে বন্ধ না রাখলে জল ঢুকে খারাপ হয়ে যেতে পারে একাধিক ঘরের প্রয়োজনীয় জিনিস।

বর্ষাকালে দমকে দমকে আসা বৃষ্টি উপেক্ষা না করে সঙ্গে ছাতা বা রেনকোট নিয়েই বাইরে বেরনো ভাল।

এর্মাজেন্সি কিট প্রস্তুত রাখুন- টর্চ, ওষুধ সহ আপদকালীন ব্যবহারের জিনিস আলাদা করে তৈরি রাখুন।

হাইজিনে নজর- ভিজে জুতো পরবেন না। স্যানিটাইজার রাখুন হাতের হাইজিন বজায় রাখতে।

বর্ষায় শরীরকে তরতাজা রাখা অত্যন্ত জরুরি। তাই হেলথি খাবার খাওয়ায় নজর দিন। খান বেশি করে জল।