রাখিতে কী উপহার দেবেন বোনকে, ভেবে তল পাচ্ছেন না! বেছে নিন বাজারচলতি গ্যাজেটস, কাজেও লাগবে, নিরাপদও পরলে স্মার্ট দেখায় যেমন, তেমনই কাজেও লাগে বোনের স্বাস্থ্যের খেয়াল রাখাও হবে, অনুযোগও থাকবে না টাচস্ক্রিনে ভেসে নির্দেশিকা, উপহার হোক স্মার্ট মিরর বোন যদি হয় বইপোকা, অ্যামাজন কিন্ডলের বিকল্প নেই কয়েক হাজার বই চলে আসে একেবারে হাতের নাগালে ছবি তুলতে ভালবাসে বোন! দিন ক্যামেরার সরঞ্জাম একধাক্কায় অনেক খরচ, তবে আইফোনের বিকল্প নেই যখন তখন চার্জ শেষ হবে না ফোনের, দিন পাওয়ার ব্যাঙ্ক