ভারতের প্রথম সারির ব্যবসায়ী গোষ্ঠী মাহিন্দ্রা গ্রুপ। সেটারই চেয়ারম্যান আনন্দ মাহিন্দ্রা। আজ পয়লা মে, আনন্দ মাহিন্দ্রার জন্মদিন। তাঁর জন্ম ১৯৫৫ সালে। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী ভারতের এই সফল বিজনেস টাইকুন। হার্ভার্ড থেকে ফিল্ম-মেকিং এবং আর্কিটেকচার নিয়ে পড়াশোনা করেছেন আনন্দ। তারপর হার্ভার্ড বিজনেস স্কুল থেকে করেছেন এমবিএ। তারপর থেকে ধীরে ধীরে সংস্থার উচ্চপদে উঠেছেন তিনি। ব্যবসা ছাড়াও খেলার প্রতিও আগ্রহ রয়েছে তাঁর। তাঁর হাত ধরেই তৈরি হয় প্রো কাবাডি লিগ। টুইটারেও অ্যাকটিভ তিনি। প্রায়শই বিভিন্ন ভাইরাল ভিডিও শেয়ার করেন। বিভিন্ন সামাজিক কাজেও যুক্ত পদ্মভূষণপ্রাপ্ত আনন্দ মাহিন্দ্রা।