করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে গত বছর থেকেই বন্ধ শিক্ষাপ্রতিষ্ঠানগুলিতে পঠনপাঠন

অনলাইনে হচ্ছে ক্লাস

অতিমারীর কারণে হয়নি এবারের বোর্ড পরীক্ষাও

দশম ও দ্বাদশের ফলাফল প্রকাশিত হয়েছে মূল্যায়নের ভিত্তিতে

এরইমধ্যে সশরীরে ক্লাসে হাজির হয়ে পঠনপাঠন ফের শুরুর দাবি জোরাল হয়ে উঠছে

বিভিন্ন ছাত্রসংগঠনের পক্ষ থেকে এই দাবি জানানো হয়েছে

সম্প্রতি সিপিএমের ছাত্র সংগঠন এসএফআইয়ের পক্ষ থেকে

এই দাবিতে কলেজ স্ট্রিটে প্রতিবাদ কর্মসূচীর আয়োজন করা হয়েছিল

প্রশ্ন তোলা হয়েছিল, পানশালা খুললে পাঠশালা কেন নয়

কোভিড বিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠানগুলি পঠনপাঠন ফের শুরুর দাবি উঠছে বিভিন্ন মহলে

এরইমধ্যে রবীন্দ্র সদনের রানুছায়া মঞ্চে অভিনব প্রতিবাদ

অবিলম্বে কলেজ-বিশ্ববিদ্যালয়ে পঠনপাঠন শুরুর দাবিতে এই বিক্ষোভ

গাছতলায় বসে ক্লাস করলেন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা

তাঁদের দাবি, দেড় বছর ধরে অনলাইনে ক্লাস হচ্ছে, এই পদ্ধতি বড়ই কৃত্রিম, নেই আদানপ্রদানের অবাধ সুযোগ

তাঁদের বক্তব্য, সবমিলিয়ে ভবিষ্যৎ শিক্ষা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে

ডিজিটাল মাধ্যমে পড়াশোনায় অনেক পড়ুয়াই বঞ্চিত হতে পারেন বলেও তাঁদের আশঙ্কা

তাঁদের প্রশ্ন, শপিং মল, বার, রেস্তোরাঁ খুললে, কলেজ-বিশ্ববিদ্যালয় কেন নয়?

পুজোর পর পঠনপাঠন শুরুর সম্ভাবনার কথা বলা হয়েছে, তবে সবটাই নির্ভর করছে করোনা পরিস্থিতির ওপর

ছাত্রছাত্রীদের অভিযোগ, কলেজ বিশ্ববিদ্যালয় খোলার কোনও উদ্যোগ নেওয়া হয়নি।

অবিলম্বে ক্লাসে পঠনপাঠন চালুর দাবি জানিয়েছেন তাঁরা