Image Source: pixabay.com

অত্যধিক মাত্রায় খাবারে চিনির ব্যবহার নানা শারীরিক সমস্যা তৈরি করতে পারে বলে আমরা জানি

Image Source: pixabay.com

ওবেসিটি, মধুমেহর মত একাধিক রোগের কারণ হতে পারে রোজকার খাবারের তালিকায় অতিরিক্ত মাত্রায় চিনির ব্যবহার

Image Source: pixabay.com

কিন্তু চিনি খেলে কি মারণ রোগ ক্যানসার হতে পারে? সে সম্পর্কে বিশদে জানাচ্ছেন বিশেষজ্ঞরা

Image Source: pixabay.com

চিনি কি ক্যানসারের কারণ হতে পারে? বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই প্রশ্নের সরাসরি উত্তর হ্যাঁ কিংবা না নয়

Image Source: pixabay.com

তাঁদের মতে, খাবারে যদি শরীর অনুযায়ী পর্যাপ্ত শর্করার ব্যবহার করা হয়, তাহলে তা অস্বাস্থ্যকর নয়

Image Source: pixabay.com

প্রত্যেক মানুষের শরীরে নির্দিষ্ট মাত্রায় শর্করারও প্রয়োজন রয়েছে। কিন্তু তা বেশি হলেই ওবেসিটি এবং মধুমেহ রোগের মতো সমস্যা তৈরি করে

Image Source: pixabay.com

বিশেষজ্ঞদের মতে, ওবেসিটির কারণে ক্যানসার দেখা দিতে পারে

Image Source: pixabay.com

তাই এই কঠিন পরিস্থিতিতে খাদ্যাভ্যাস এবং লাইফস্টাইলের দিকে নজর দেওয়া বিশেষ জরুরি