গরমকালে শরীর ঠান্ডা রাখতে শরবতের জুড়ি মেলা ভার

শরবত

বাড়িতেই বেশ কিছু পানীয় বানিয়ে ফেলা যায়

পানীয়

চটজলদি বানিয়ে ফেলা যায় বেলের শরবত

বেলের শরবত

লস্যি বা ঘোল তৈরি করা যায় সহজেই

লস্যি

কাঁচা আম-পুদিনা মশলা সহযোগে বানিয়ে ফেলা যায় আমপোড়া শরবত

আমপোড়া শরবত

গরমকালে আখ সহজেই পাওয়া যায়, তা থেকে বানিয়ে ফেলা যায় আখের রস

আখের রস

লেবু, চিনি, নুন, সঙ্গে ঠান্ডা জল বানিয়ে ফেলা যায় লেবুর শরবত।

লেবুর শরবত

গরমকালে পানয়ীর তালিকায় রাখা যেতেই পারে কোল্ড কফি

কোল্ড কফি

গরমকালে রেহাই পেতে তো বটেই হজমের সমস্যাও দূর করে জলজিরা

জলজিরা

ছাতু, সামান্য লেবুর রস, নুন, চিনি, জল একটা গ্লাসে মেশালেই তৈরি ছাতুর শরবত

ছাতুর শরবত