হিরে মেলে সমুদ্রের পাড়েও? এতে তো চোখ কপালে উঠবেই বালির রঙ কুচকুচে কালো গোটা সৈকতজুড়ে রয়েছে হিরে! এই ডায়মন্ড বিচটি আইসল্যান্ডে অবস্থিত জোকুলসারলন হিমবাহের কাছে শান্ত পরিবেশ ও প্রাকৃতিক সৌন্দর্য্যে ভরপুর আইসল্যান্ডের সেরা স্থানগুলির মধ্যে একটি হিরে নয় এগুলি হিমবাহগুলির অংশ এই স্থানটি তাই চিরপরিবর্তনশীল কালো সৈকতে এসে হিরের মতোই দেখতে লাগে এই সৈকতের রূপ স্বর্গীয় এটি অত্যন্ত নিরাপদ জায়গা বিচ থেকে হিমবাহে ওঠার চেষ্টা না করাই ভাল