মিঠুন চক্রবর্তী - ফিল্ম ইন্ডাস্ট্রিকে সর্বোচ্চ সংখ্যক ফ্লপ ছবি দিয়েছেন মিঠুন চক্রবর্তী। তাঁর কেরিয়ারে ফ্লপের সংখ্যা প্রায় ১৮০।

জিতেন্দ্র - ফ্লপের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছেন জিতেন্দ্র। তাঁর কেরিয়ারে ফ্লপের সংখ্যা ১০৬টি।

ধর্মেন্দ্র - এরপর তালিকায় নাম বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র। তিনি নিজের কর্মজীবনে ৯৯টি ফ্লপ ছবি করেছেন।

গোবিন্দা - নব্বই দশকের 'হিরো নং ১' ৭৫টি ফ্লপ ছবি দান করেছেন বক্স অফিসকে।

সঞ্জয় দত্ত - সকলের প্রিয় মুন্নাভাইয়েরও ফ্লপের সংখ্যা নেহাত কম নয়। ৬৯টি ছবি তাঁর বক্স অফিসে সাফল্য লাভ করতে পারেনি।

অমিতাভ বচ্চন - তিনি বলিউডের শাহেনশা। তবে ফ্লপ রয়েছে তাঁর ঝুলিতেও, সংখ্যাটা ৬৬।

অনিল কপূর - নিজের কর্মজীবনে নানা ধরনের ছবি করেছেন অনিল। যার মধ্যে ৫৪টি ছবি অসফল।

অক্ষয় কুমার - 'ওহ মাই গড ২' অভিনেতা অক্ষয় কুমারের এতদিনে ৫২টি ছবি ফ্লপ করেছে।

সানি দেওল - অভিনেতার 'গদর ২' ঝড় তুলেছে বক্স অফিসে। তবে তাঁর প্রত্যেকটা ছবিই এমন সাফল্য লাভ করেনি। সানির অসফল ছবির সংখ্যা ৪৯টি।

অজয় দেবগণ - সর্বোচ্চ ফ্লপ ছবি দেওয়ার তালিকায় দশম স্থানে অজয় দেবগণ। তাঁর অসফল ছবির সংখ্যা ৪৪।