অন্তঃস্বত্তা অশোপা চারু। ২ থেকে ৩ হওয়ার পালা রাজীব সেন ও চারুর।
লাল হলুদ পোশাকে ঝলমল করছিলেন হবু মা চারু। সঙ্গে পরেছিলেন মানানসই ফুলের গয়না
মহা সমারোহে অশোপা চারুর সাধ পালন করলেন সুস্মিতা সেন ও পরিবারের অন্য সদস্যরা
সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল চারু আর সুস্মিতার ছবি। সমস্ত আচার পালন করতে দেখা গেল তাঁদের।
ভাই-বউ চারুকে আদরে আশীর্বাদে ভরালেন সুস্মিতা। অন্য ভূমিকায় অভিনেত্রীকে দেখলেন নেটিজেনরা
হালকা গোলাপি সাবেকি পোশাকে অনুষ্ঠানে এসেছিলেন সুস্মিতা। মম টু বি চারুর থেকেও চোখ ফেরানো দায়
অনুষ্ঠানে সবসময়ই স্ত্রীয়ের পাশে দেখা গেল রাজীবকেও। সোশ্যাল মিডিয়ায় চারু ভাগ করে নিলেন সব ছবি।
এর আগে গুঞ্জন শোনা গিয়েছিল, ভাঙতে চলেছে রাজীব-চারুর সম্পর্ক। কিন্তু বিতর্ক উড়িয়ে রাজীব-চারু প্রমাণ করেছেন, তাঁরা সুখী দম্পতিই।
এর আগেও ঘনিষ্ট ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করা জন্য নেটিজেনদের রোষের মুখে পড়েছিলেন রাজীব-চারু