যে পরিবারের কোনও সদস্যেরই স্বাস্থ্যসাথী কার্ড নেই তাঁরা আবেদন করতে পারবেন

অন্য কোনও স্বাস্থ্য স্কিমের অধীনে না থাকলে করা যাবে আবেদন। পরিবারপিছু একটিই কার্ড দেওয়া হবে।

সম্পূর্ণ নতুন কার্ডের জন্য ফ্রম 'বি'- তে আবেদন করতে হবে।

যাঁরা ইতিমধ্যেই আবেদন করেছেন কিন্তু এখনও কার্ড পাননি তাঁদের নতুন করে আবেদনের প্রয়োজন নেই। শীঘ্রই তাঁরা কার্ড পাবেন।

পরিবারের কোনও সদস্যের স্বাস্থ্যসাথী কার্ড থাকলে সে ক্ষেত্রে আবেদনকারীকে ফর্ম 'A'-তে আবেদন করে পরিবারে সঙ্গে তালিকায় যুক্ত হতে হবে

স্বাস্থ্যসাথী কার্ডে থাকা কোনও সদস্যের নাম বাদ দিতে হলে ফর্ম 'D'-তে আবেদন করতে হবে।

স্বাস্থ্যসাথী কার্ডে নিবন্ধীকৃত সদস্যের দেওয়া কোনও তথ্যগত ভুল থাকলে সে ক্ষেত্রে সংশোধনের জন্য ফর্ম 'C'-তে উপযুক্ত প্রমাণসহ আবেদন করতে হবে।

নামের বানান ভুল বা ছোটখাট কোনও ভুলের জন্য স্বাস্থ্যসাথীর পরিষেবা পেতে কোনও অসুবিধা হয় না। সে ক্ষেত্রে ফর্ম সি ফিলআপ করার প্রয়োজন নেই।

আবেদনকারী ও পরিবারের সকল সদস্যের নাম ঠিকানাসহ সংশ্লিষ্ট ফর্ম পূরণ করতে হবে।

পরিবারের সকল সদস্যের আধার কার্ড বা খাদ্যসাথী কার্ডের জেরক্স কপি জমা দিয়ে তবেই আবেদন করতে হবে।