যথারীতি ভারতের হয়ে অধিনায়কত্ব করবেন রোহিত শর্মা

প্রথম ম্যাচে অর্ধশতরান করা কেএল রাহুল দলের অন্য ওপেনার

গত ম্যাচের ব্যর্থতার পর রানে ফিরতে মরিয়া হবেন বিরাট কোহলি

সূর্যকুমার যাদবের দলে জায়গা পাওয়া নিয়ে কোনও প্রশ্ন থাকতে পারে না

দলের সম্ভবত প্রথম নাম হার্দিক পাণ্ড্য

খুব হেরফের না হলে দীনেশ কার্তিককেই উইকেটের পিছনে দেখা যাবে

অক্ষর পটেল দলে দ্বিতীয় অলরাউন্ডার হিসাবে খেলবেন

ভুবনেশ্বর কুমারের বাদ পড়ার সম্ভাবনা কম

গত ম্যাচে প্রচুর রান দিলেও চোট সারিয়ে ফেরা হর্ষল পটেল আরেকটি সুযোগ পেতে পারেন

তবে জসপ্রীত বুমরার একাদশে ফেরার সম্ভাবনা প্রবল

যুজবেন্দ্র চাহালই দলের বিশেষজ্ঞ স্পিনার হিসাবে খেলবেন