দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হার ভারত মিলার-মারক্রামের যুগলবন্দিতে দুরন্ত জয় প্রোটিয়াদের দুরন্ত ৬০ সূর্যকুমারের, তবে ব্যর্থ তাঁর লড়াই ৫৯ রানের ইনিংস খেলেন ডেভিড মিলার প্রথমে ব্যাট করে ১৩৩ রান বোর্ডে তোলে ভারত জবাবে ৫ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় লনগি এনগিডি এদিন একাই ৪ উইকেট নেন রোহিত শর্মা এদিন ১৫ রান করে প্যাভিলিয়নে ফেরেন তিন ম্যাচ খেলে ২ টো জয় ১টি হার ভারতের ঝুলিতে