গোটা সুপার ১২-এ বাবরের ব্যাট চলেনি

তবে সেমিফাইনালেই ফর্মে ফিরেছেন বাবর

সেমিফাইনালে বাটলারও অর্ধশতরান করেন

টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হওয়ার দৌড়েও রয়েছেন বাটলার

চোট সমস্যা অতীত, ছন্দে শাহিন

সেমিফাইনালেও দুই উইকেট নিয়েছিলেন শাহিন

ফাইনালে মার্ক উডের দলে ফেরার সম্ভাবনা প্রবল

নিজের গতির মাধ্যমে যে কাউকে সমস্যায় ফেলতে পারেন উড

বাবরের মতো ফর্মে ফিরেছেন রিজওয়ানও

তিনিও সেমিতে অর্ধশতরান করে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন