কিংবদন্তী বলে, বশিষ্ঠ মুনিতারাকে মাতৃরূপেই পেতে চেয়েছিলেন
বিশ্বাস, বশিষ্ঠকে দর্শন দিয়ে মা শিলায় প্রবেশ করেন
রাজরাজেশ্বরী, একজটা বা নীল সরস্বতী রূপেও পুজো করা হয়
মাতৃশক্তির পূর্ণপ্রকাশ সন্তানকে স্তন্যদানরূপী মূর্তিতেই
শিশু মহাদেবকে স্তন্যদানরতা তারা অধিষ্ঠান করেন এই মূর্তিতে
স্তন্যপান করিয়ে শিবকে বিষমুক্ত করেছিলেন তারা
তন্ত্র অনুসারে ব্রহ্মের সাধনা করা হয়
একজটা ও নীলসরস্বতী নামেও পূজিতা হন
দ্বিতীয় মহাবিদ্যায় তারার রূপ কল্পনাও অপূর্ব
মা ভক্তদের খালি হাতে ফেরান না বলেই বিশ্বাস