আইপিএল ২০২৩ সালে ৪৮.০৮ গড়ে ৬২৫ রান করেন যশস্বী জয়সওয়াল এর পরে জাতীয় দলে সুযোগ পেয়েই অভিষেকেও শতরান হাঁকান যশস্বী তরুণ তিলক বর্মাও আইপিএলে দুরন্ত পারফরম্যান্সের পর জাতীয় দলে ডাক পান তিলক নিজের প্রথম দুই টি-টোয়েন্টি ম্যাচেই অর্ধশতরান হাঁকান মুকেশ কুমার চলতি বছরে ওয়েস্ট ইন্ডিজ় সফরেই ভারতের তিন ফর্ম্যাটে অভিষেক ঘটান নিজের নিখুঁত ইয়র্কার এবং সুইং বোলিংয়ে বাংলার বোলার বেশ নজর কেড়েছেন রিঙ্কু সিংহের পাঁচ ছক্কা মেরে কেকেআরকে ম্যাচ জেতানো সকলের স্মৃতিতেই তাজা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৮ ইনিংসে ৬৫.৫০-র গড়, ১৮০.৬৮ স্ট্রাইক রেটে ২৬২ রান করেছেন রিঙ্কু তবে ২০২৩ নিঃসন্দেহে শুভমন গিলের বছর, এই বছরই একাধিক রেকর্ড গড়েছেন তিনি প্রথম ব্যাটার হিসাবে আন্তর্জাতিক ক্রিকেটে এই বছর দুই হাজার রান করেছেন গিল