ডিজিটাল যুগে সবই এখন হাতের মুঠোয়। তবে সুবিধার সঙ্গে বেড়েছে ঝুঁকিও। ডিজি-দুনিয়ায় সবচেয়ে শক্তিশালী অস্ত্র হল তথ্য। যা সুরক্ষিত রাখাটই নিরন্তর লড়াই। ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, সব জায়গাতেই তথ্য সুরক্ষিত রাখতে পাসওয়ার্ড ব্যবহার করা হয়। এই পাসওয়ার্ড দুর্বল হলেই বেড়ে যায় তথ্য চুরি যাওয়ার ঝুঁকি। আমরা অনেকসময়েই পাসওয়ার্ড তৈরির সময় বেশ কিছু দিকে খেয়াল রাখতে ভুলে যাই। ডিফল্ট পাসওয়ার্ড বা সিস্টেম জেনারেটেড পাসওয়ার্ড বদলে না ফেললে বহুগুণে ঝুঁকি থাকে। পাসওয়ার্ডের শব্দসংখ্যা খুব গুরুত্বপূর্ণ। পাসওয়ার্ড যত দীর্ঘ হবে, ততই সেটি বেশি সুরক্ষা দেবে। পাসওয়ার্ড মনে রাখা কঠিন কাজ, তাই অনেকেই সংখ্যা ও স্পেশাল ক্যারেক্টার না দিয়েই পাসওয়ার্ড তৈরি করেন। স্পেশাল ক্যারেক্টার, সংখ্যা ও লেটার মিলিয়ে পাসওয়ার্ড বানালে তা বেশি সুরক্ষা দেয়। কখনও কোনও ব্যক্তিগত তথ্য পাসওয়ার্ডে রাখা উচিত নয়, জন্মতারিখ তো একেবারেই নয়।