Image Source: pixabay

ডিজিটাল যুগে সবই এখন হাতের মুঠোয়। তবে সুবিধার সঙ্গে বেড়েছে ঝুঁকিও।

Image Source: pixabay

ডিজি-দুনিয়ায় সবচেয়ে শক্তিশালী অস্ত্র হল তথ্য। যা সুরক্ষিত রাখাটই নিরন্তর লড়াই।

Image Source: pixabay

ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, সব জায়গাতেই তথ্য সুরক্ষিত রাখতে পাসওয়ার্ড ব্যবহার করা হয়।

Image Source: pixabay

এই পাসওয়ার্ড দুর্বল হলেই বেড়ে যায় তথ্য চুরি যাওয়ার ঝুঁকি।

Image Source: pixabay

আমরা অনেকসময়েই পাসওয়ার্ড তৈরির সময় বেশ কিছু দিকে খেয়াল রাখতে ভুলে যাই।

Image Source: pixabay

ডিফল্ট পাসওয়ার্ড বা সিস্টেম জেনারেটেড পাসওয়ার্ড বদলে না ফেললে বহুগুণে ঝুঁকি থাকে।

Image Source: pixabay

পাসওয়ার্ডের শব্দসংখ্যা খুব গুরুত্বপূর্ণ। পাসওয়ার্ড যত দীর্ঘ হবে, ততই সেটি বেশি সুরক্ষা দেবে।

Image Source: pixabay

পাসওয়ার্ড মনে রাখা কঠিন কাজ, তাই অনেকেই সংখ্যা ও স্পেশাল ক্যারেক্টার না দিয়েই পাসওয়ার্ড তৈরি করেন।

Image Source: pixabay

স্পেশাল ক্যারেক্টার, সংখ্যা ও লেটার মিলিয়ে পাসওয়ার্ড বানালে তা বেশি সুরক্ষা দেয়।

Image Source: pixabay

কখনও কোনও ব্যক্তিগত তথ্য পাসওয়ার্ডে রাখা উচিত নয়, জন্মতারিখ তো একেবারেই নয়।