৩০ মিনিটের চার্জে ৫০০ কিলোমিটার, আসছে টাটার নতুন বৈদ্যুতিক গাড়ি
আপাতত সব তৈরি থাকলেও এখনই রাস্তায় নামছে না এই গাড়ি। গাড়িটি তৈরি হতে হতে ২০২৫ সাল হবে।
বৈদ্যুতিক গাড়ির মধ্যে সবথেকে বেশি রেঞ্জ, BMW i4 এক চার্জে যায় ৫৯০ কিমি
আগেই দেশে আইএক্স ও মিনি ইলেকট্রিকের মতো গাড়ি এনেছে এই জার্মানির বিলাসবহুল গাড়ি-নির্মাতা। এবার কোম্পানি নিয়ে এসেছে BMW i4 ইলেকট্রিক সেডান।
এটি কোম্পানির প্রথম গাড়ি, যাতে কোনও ডিজেল বা পেট্রল ভ্যারিয়েন্ট থাকছে না।এটি পুরোপুরি বৈদ্যুতিক গাড়ি হিসাবে বাজারে আসতে চলেছে।
Tata Motors-এর কনসেপ্ট Curvv EV-র কেবিনে রয়েছে টুইন অল-ডিজিটাল ডিসপ্লে স্ক্রিন, ফ্যাব্রিক-ফিনিশড ড্যাশবোর্ড, প্যানোরামিক সানরুফ
নেক্সনের ওপরের সেগমেন্টে আনা হবে এই গাড়ি। এটি Tata Motors-এর EV পোর্টফোলিওতে প্রথম মিডসাইজ গাড়ি হিসাবে অন্তর্ভুক্ত করা হবে।