ফেসবুকে বিজ্ঞাপন থেকে আয় হবে এই ৫ উপায়ে ফেসবুকে ভিডিয়োর মাঝে মাঝেই বিজ্ঞাপন দেখানো হয়। এই বিজ্ঞাপন থেকেই মোটা মুনাফার সুযোগ আছে। আপনি নিজের ব্যবসার জন্য ফেসবুকে বিজ্ঞাপন দিতে পারেন। Affiliate Marketing-এর মাধ্যমে এ থেকে উপার্জন করা যায়। এছাড়াও করা যায় Drop Shipping Business। ফ্রিল্যান্সিং পরিষেবা, কোর্স বিক্রি করেও রয়েছে আয়ের সুযোগ। ফেসবুকে আপনি যদি স্পনসর অ্যাড চালান, সেখানেও আপনার আয় হবে। এছাড়া নিজে শর্ট ভিডিয়ো করলে তাতে ফেসবুক অ্যাড দেখাবে। এভাবেও মোটা টাকা আয় করতে পারেন আপনি।