বর্ষার দিনে ঘর এমনিতেই ঠান্ডা থাকে।



ফলে এসি সেভাবে চালাতে হয় না।



তবে বর্ষার দিনে বাতাসে আর্দ্রতা অনেক বেশি থাকে।



এই আর্দ্রতা নিয়ন্ত্রণ করা জরুরি এসির জন্য।



ঘরের ভিতরে ৩০-৫০ শতাংশ আর্দ্রতা যথেষ্ট।



তাই বর্ষার দিনে ড্রাই মোডে এসি চালালে ভাল হয়।



এসির আউটডোর ইউনিট পরিস্কার রাখতে হয়।



ঝড়-জলে সেখানে পাতা, কাঠি ইত্যাদি ময়লা জমে যেতে পারে।



বর্ষার দিনে এসির তাপমাত্রা ২৫-৩০ ডিগ্রির মধ্যে রাখা উচিত।



ঝড় হলে অবশ্যই এসি বন্ধ রাখা দরকার।