৫ মে থেকেই বন্ধ হবে মাইক্রোসফটের এই পরিষেবা

Published by: ABP Ananda
Image Source: Pixabay

মাইক্রোসফটের পক্ষ থেকে বন্ধ করে দেওয়া হচ্ছে এই পরিষেবা।



আগে ইন্টারনেটে ভিডিয়ো কলিংয়ের ক্ষেত্রে জনপ্রিয় নাম ছিল এটি।



আগামী ৫ মে থেকেই বন্ধ হবে স্কাইপি পরিষেবা।



এর বদলে মাইক্রোসফট জোর দিচ্ছে টিমসের উপরে।



ব্যক্তিগত এবং অফিসের দুই ধরনের কথা বলার জন্য মাইক্রোসফট টিমস ব্যবহার করতে হবে।



স্কাইপি ব্যবহারকারীদের স্বয়ংক্রিয়ভাবে টিমস-এ শিফট করে নেওয়া হবে।



পেড গ্রাহকরা তাদের সাবস্ক্রিপশন শেষ না হওয়া পর্যন্ত স্কাইপি ব্যবহার করতে পারবেন।



স্কাইপি অ্যাকাউন্ট দিয়েই এখন থেকে টিমসে লগ ইন করা যাবে।