ইউটিউবে ১ হাজার সাবস্ক্রাইবার হলে কত টাকা পাওয়া যায় ?

Published by: ABP Ananda
Image Source: Pixabay

ইউটিউবে কনটেন্ট বানিয়েই এখন সবথেকে বেশি আয় করছেন অনেকে।

ইউটিউবে কনটেন্ট বানিয়েই এখন সবথেকে বেশি আয় করছেন অনেকে।

Image Source: Pixabay

এখানে সাবস্ক্রাইবার ১০০০ হলেই মানিটাইজেশন অন হয়ে যায়।

এখানে সাবস্ক্রাইবার ১০০০ হলেই মানিটাইজেশন অন হয়ে যায়।

Image Source: Pixabay

কিন্তু কোনও ইউটিউব চ্যানেলে ১০০০ সাবস্ক্রাইবার হলে কত আয় হয় ?

কিন্তু কোনও ইউটিউব চ্যানেলে ১০০০ সাবস্ক্রাইবার হলে কত আয় হয় ?

Image Source: Pixabay

এরকম কোনও চ্যানেলে মোটামুটিভাবে ৫০ ডলার থেকে ১০০ ডলার মাসে আয় হতে পারে।

এরকম কোনও চ্যানেলে মোটামুটিভাবে ৫০ ডলার থেকে ১০০ ডলার মাসে আয় হতে পারে।

Image Source: Pixabay

ইউটিউব পার্টনার প্রোগ্রামে যোগ দিলেই তবেই বিজ্ঞাপন থেকে টাকা আসে।

ইউটিউব পার্টনার প্রোগ্রামে যোগ দিলেই তবেই বিজ্ঞাপন থেকে টাকা আসে।

Image Source: Pixabay

কোনও ভিডিয়োতে যত বেশি বিজ্ঞাপন তত আয় হবে।

কোনও ভিডিয়োতে যত বেশি বিজ্ঞাপন তত আয় হবে।

Image Source: Pixabay

এজন্য বিজ্ঞাপন দেখানোরও কিছু স্ট্রাটেজি নিতে হয়।

এজন্য বিজ্ঞাপন দেখানোরও কিছু স্ট্রাটেজি নিতে হয়।

Image Source: Pixabay

আকর্ষণীয় বিজ্ঞাপন থেকে আপনার ভাল রেভিনিউ আসতে পারে।

আকর্ষণীয় বিজ্ঞাপন থেকে আপনার ভাল রেভিনিউ আসতে পারে।

Image Source: Pixabay

এছাড়া বিজ্ঞাপনে ক্লিক করলেও দর্শকের ভিউর উপর উপার্জন হয়।

এছাড়া বিজ্ঞাপনে ক্লিক করলেও দর্শকের ভিউর উপর উপার্জন হয়।

Image Source: Pixabay