ইউটিউবে কনটেন্ট বানিয়েই এখন সবথেকে বেশি আয় করছেন অনেকে।
এখানে সাবস্ক্রাইবার ১০০০ হলেই মানিটাইজেশন অন হয়ে যায়।
কিন্তু কোনও ইউটিউব চ্যানেলে ১০০০ সাবস্ক্রাইবার হলে কত আয় হয় ?
এরকম কোনও চ্যানেলে মোটামুটিভাবে ৫০ ডলার থেকে ১০০ ডলার মাসে আয় হতে পারে।
ইউটিউব পার্টনার প্রোগ্রামে যোগ দিলেই তবেই বিজ্ঞাপন থেকে টাকা আসে।
কোনও ভিডিয়োতে যত বেশি বিজ্ঞাপন তত আয় হবে।
এজন্য বিজ্ঞাপন দেখানোরও কিছু স্ট্রাটেজি নিতে হয়।
আকর্ষণীয় বিজ্ঞাপন থেকে আপনার ভাল রেভিনিউ আসতে পারে।
এছাড়া বিজ্ঞাপনে ক্লিক করলেও দর্শকের ভিউর উপর উপার্জন হয়।