বর্ষায় খাওয়া-দাওয়ায় বিশেষ নজর রাখা প্রয়োজন

এই মরশুমেই সবচেয়ে বেশি অসুখ ও সংক্রমণের আশঙ্কা থাকে

রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়ক ফল খাদ্যতালিকায় রাখা উচিত

প্রতিদিন একটি করে আপেল খেলে পারলে ভালো

সকালে আপেল খেলে খুব ভালো এনার্জি পাওয়া যায়

আপেলে থাকে ডায়েটারি ফাইবার

যাতে হজম ক্রিয়া খুব ভালো হয়

লিচু খেলে খাবার শীঘ্রই হজম হয়

লিচুতে অ্যান্টিভাইরাল গুণ রয়েছে

এই ফল খেলে রক্তের সঞ্চালনও ভালো থাকে

বেদানা যে কোনও মরশুমের জন্যই উপযুক্ত।

বেদানা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়ক

এতে রয়েছে, অ্যান্টি-ইনফ্লেমেটরি গুণ

যা হজমশক্তি বাড়ায়

পেঁপেও বর্ষায় খাদ্যতালিকায় থাকা দরকার

এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট গুণ ও প্রচুর পরিমাণে ফাইবার

এতে রয়েছে ভিটামিন এ, ভিটামিন সি ও ফাইবার

রয়েছে পেপেইন নামে এনজাইম, যা হজমের ক্ষেত্রে সহায়ক