Image Source: Pexels

ইউজারদের সুবিধায় হোয়াটসঅ্যাপে খুব তাড়াতাড়ি চালু হতে চলেছে নতুন একটি ফিচার।

Image Source: Pexels

এই নতুন ফিচারের সাহায্যে হোয়াটসঅ্যাপে পাঠানো ছবির ক্ষেত্রে বজায় থাকবে গুণমান বা কোয়ালিটি।

Image Source: Pexels

বর্তমানে এই নতুন ফিচার নিয়ে চলছে কাজকর্ম, পরীক্ষা-নিরীক্ষা।

Image Source: Pexels

শুরুর দিকে একসঙ্গে ১০টি ছবি পাঠানো যেত হোয়াটসঅ্যাপের মাধ্যমে।

Image Source: Pexels

বর্তমানে হোয়াটসঅ্যাপে একসঙ্গে ৩০টি ছবি পাঠাতে পারেন ইউজাররা।

Image Source: Pexels

এতদিন হোয়াটসঅ্যাপের মাধ্যমে কোনও ছবি পাঠানো হলে তা কমপ্রেস করত এই অ্যাপ।

Image Source: Pexels

অর্থাৎ ছবির সাইজ ছোট হতো। কমত গুণমান বা কোয়ালিটিও।

Image Source: Pexels

তবে নতুন ফিচার চালু হলে হোয়াটসঅ্যাপে হাই কোয়ালিটির ছবি পাঠানো সম্ভব হবে।

Image Source: Pexels

একটি নির্দিষ্ট বাটন দেওয়া হবে। ইমেজ এডিটরে থাকবে এই বাটন।

Image Source: Pexels

এখান থেকে ইউজাররা Standard Quality ইমেজ এবং HD Quality ইমেজ বেছে নিতে পারবেন।