ইউজারদের সুবিধায় হোয়াটসঅ্যাপে খুব তাড়াতাড়ি চালু হতে চলেছে নতুন একটি ফিচার। এই নতুন ফিচারের সাহায্যে হোয়াটসঅ্যাপে পাঠানো ছবির ক্ষেত্রে বজায় থাকবে গুণমান বা কোয়ালিটি। বর্তমানে এই নতুন ফিচার নিয়ে চলছে কাজকর্ম, পরীক্ষা-নিরীক্ষা। শুরুর দিকে একসঙ্গে ১০টি ছবি পাঠানো যেত হোয়াটসঅ্যাপের মাধ্যমে। বর্তমানে হোয়াটসঅ্যাপে একসঙ্গে ৩০টি ছবি পাঠাতে পারেন ইউজাররা। এতদিন হোয়াটসঅ্যাপের মাধ্যমে কোনও ছবি পাঠানো হলে তা কমপ্রেস করত এই অ্যাপ। অর্থাৎ ছবির সাইজ ছোট হতো। কমত গুণমান বা কোয়ালিটিও। তবে নতুন ফিচার চালু হলে হোয়াটসঅ্যাপে হাই কোয়ালিটির ছবি পাঠানো সম্ভব হবে। একটি নির্দিষ্ট বাটন দেওয়া হবে। ইমেজ এডিটরে থাকবে এই বাটন। এখান থেকে ইউজাররা Standard Quality ইমেজ এবং HD Quality ইমেজ বেছে নিতে পারবেন।