পায়ের পাতায় ঘাম জমে তাতে জীবাণুর আক্রমণ হয়, আর তার ফলেই মোজা এবং পায়ে দুর্গন্ধের সমস্যা দেখা দেয় যেকোনও জায়গায় পায়ের দুর্গন্ধের সমস্যা অপ্রস্তুতে ফেলতে পারে, এই সমস্যা সমাধানের ঘরোয়া পদ্ধতি জানাচ্ছেন বিশেষজ্ঞরা গরমকালে ঘাম জমে পায়ে দুর্গন্ধের সমস্যা দেখা দেয়, বিশেষজ্ঞরা জানাচ্ছেন, জীবাণু ধ্বংস করা সাবান পায়ে ব্যবহার করা দরকার পায়ের পাতা এবং নিচের অংশ ভালো করে সাবান দিয়ে ধুয়ে ভালো করে শুকিয়ে তবে শুকনো মোজা পরতে হবে প্রতিদিন মোজা ভালো করে কেচে তবেই পরতে হবে, তার আগে পায়ে জীবাণু প্রতিরোধকারী সুগন্ধী ব্যবহার করুন পায়ের পাতায় পাউডার ব্যবহার করুন, এতে ঘাম প্রতিরোধ করা যাবে চার কাপ জলে অর্ধেক কাপ ভিনিগার মিশিয়ে তাতে পা ভিজিয়ে রাখুন, মিনিট পনেরো পর পা ভালো করে মুছে তাতে পাউডার ব্যবহার করুন স্নানের জলে ল্যাভেন্ডার অয়েল ব্যবহার করুন, গরমে ঘামের দুর্গন্ধের সমস্যা দূর হবে যদি গরমকালে পায়ে প্রচণ্ড ঘাম জমার সমস্যা দেখা দেয় তাহলে পা খোলা জুতো ব্যবহার করুন কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ, প্রয়োজনে অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন