পর্যটনের আদর্শ গন্তব্য করোনাকালে দীর্ঘদিন কোথাও ঘুরতে যাওয়া হয়নি। তবে, সংক্রমণে একটু একটু করে রাশ আসতেই ফের বেরিয়ে পড়তে ইচ্ছে করছে অনেকেরই। কিন্তু, কোথায় যাবেন ? দেখে নিন কোথায় কোথায় যাওয়া যেতে পারে এই সময়ে

পর্যটনের আদর্শ গন্তব্য কেরলের ওয়েনাড়ে প্রকৃতি আপন মহিমায় ধরা দিয়েছে। চোখ জুড়ানো সবুজ আপনাকে মোহিত করে রাখবে।

পর্যটনের আদর্শ গন্তব্য যেতে পারেন তামিলনাড়ুর কুন্নুরে। নীলগিরি পর্বতে এর অবস্থান। আবহাওয়াও চমৎকার। বসন্তে ছুটি কাটানোর অন্যতম গন্তব্য এই কুন্নুর।

পর্যটনের আদর্শ গন্তব্য

দার্জিলিং : ঝকঝকে নীল আকাশে কাঞ্চনজঙ্ঘার সোনালি উঁকি। পাহাড়ি আঁকাবাঁকা পথে ছুটে চলেছে টয় ট্রেন। সঙ্গে চায়ের সুগন্ধি। পশ্চিমবঙ্গের এই হিল স্টেশনে অনন্য রূপে ধরা দিয়েছে প্রকৃতি।

পর্যটনের আদর্শ গন্তব্য গুলমার্গ, কাশ্মীর : বসন্তের মরসুমে ঘুরে বেড়ানোর পক্ষে এর মতো সুন্দর জায়গায় সত্যিই কম। বিশেষ করে এখানকার টিউলিপ গার্ডেন দেখে আপনি চোখ ফেরাতে পারবেন না।

পর্যটনের আদর্শ গন্তব্য ডাল লেক, শ্রীনগর : ভারতের অন্যতম সুন্দর জায়গা। ডাল লেক আবার ফুলের হ্রদ ও শ্রীনগরের রত্ন নামেও খ্যাত। এখানে শিকারায় চেপে ঘুরে বেড়ালে মন ভাল হয়ে যাবে।

পর্যটনের আদর্শ গন্তব্য মুন্নার : কেরলের এই হিল স্টেশনটি পশ্চিমঘাটে অবস্থিত। ব্রিটিশদেরও অন্যতম পছন্দের জায়গা ছিল। সুন্দর চা গাছ মুন্নরকে অপরূপ করে তুলেছে।

পর্যটনের আদর্শ গন্তব্য

দুধসাগর জলপ্রপাত : যদি জলপ্রপাতের ক্ষমতা দেখতে চান তাহলে আপনাকে অবশ্যই দেখতে হবে গোয়ার দুধসাগর। মাণ্ডবী নদীর এই চারস্তরীয় জলপ্রপাত আপনাকে মুগ্ধ করে দেবে।

পর্যটনের আদর্শ গন্তব্য তাওয়াং : নীল হ্রদ, মঠ ও সুদূর বিস্তৃত সবুজ ছড়িয়ে রয়েছে অরুণাচল প্রদেশের তাওয়াংয়ে। এখানকার মূল আকর্ষণ ৪০০ বছরের পুরনো তাওয়াং মঠ।

পর্যটনের আদর্শ গন্তব্য

ডাউকি : দেশের অন্যতম পরিচ্ছন্ন ও সুন্দর এই শহরটি রয়েছে মেঘালয়ে। জয়ন্তীয়া পাহাড়ের এই শহর ভারত-বাংলাদেশকে সংযুক্ত করেছে এবং প্লাস্টিকমুক্ত।