দার্জিলিং : ঝকঝকে নীল আকাশে কাঞ্চনজঙ্ঘার সোনালি উঁকি। পাহাড়ি আঁকাবাঁকা পথে ছুটে চলেছে টয় ট্রেন। সঙ্গে চায়ের সুগন্ধি। পশ্চিমবঙ্গের এই হিল স্টেশনে অনন্য রূপে ধরা দিয়েছে প্রকৃতি।
দুধসাগর জলপ্রপাত : যদি জলপ্রপাতের ক্ষমতা দেখতে চান তাহলে আপনাকে অবশ্যই দেখতে হবে গোয়ার দুধসাগর। মাণ্ডবী নদীর এই চারস্তরীয় জলপ্রপাত আপনাকে মুগ্ধ করে দেবে।
ডাউকি : দেশের অন্যতম পরিচ্ছন্ন ও সুন্দর এই শহরটি রয়েছে মেঘালয়ে। জয়ন্তীয়া পাহাড়ের এই শহর ভারত-বাংলাদেশকে সংযুক্ত করেছে এবং প্লাস্টিকমুক্ত।