আজ জন্মদিন অভিনেত্রী টিনা দত্তর। একঝলকে দেখে নেওয়া যাক টিনা দত্তর সম্পর্কে অজানা তথ্য টিনা দত্তর জন্ম কলকাতায়। তাঁর আসল নাম তনিশা দত্ত কলকাতাতেই বেড়ে ওঠা এবং পড়াশোনা টিনার। ইংরেজি অনার্স নিয়ে স্নাতকও হয়েছেন তিনি মাত্র ৫ বছর বয়স থেকে অভিনয় কেরিয়ার শুরু হয় টিনার। 'সিস্টার নিবেদিতা'য় অভিনয় করেন তিনি। বাংলার একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন টিনা দত্ত। 'খেলা', 'দূর্গা'র মতো ধারাবাহিকে দেখা গিয়েছে তাঁকে। 'পিতা মাতার সন্তান', 'দশ নম্বর বাড়ি', 'চোখের বালি', 'সাগরকন্যা', 'চিরদিনই তুমি যে আমার'-এর মতো ছবিতে অভিনয় করেছেন। বিদ্যা বালান, সেফ আলি খানের 'পরিণীতা' ছবিতেও অভিনয় করেন। ললিতার ছোট বয়সের চরিত্রে তাঁকে দেখা যায় দীর্ঘদিন ধরে মুম্বইতে কাজ করছেন টিনা। 'উত্তরণ' ধারাবাহিক দিয়ে তিনি ব্যাপক জনপ্রিয়তা পান বর্তমানে 'বিগ বস'-এর চলতি সিজনে প্রতিযোগী হিসেবে দেখা যাচ্ছে টিনা দত্তকে। তাঁকে জন্মদিনের শুভেচ্ছা