দাপিয়ে অভিনয় করছেন ছোট ও বড়পর্দায়, আজ অপরাজিতা আঢ্যর জন্মদিন। জন্মের আগে ঠিক হয়েছিল, অপরাজিতা নয়, মেয়ে হলে নাম রাখা হবে সুমনা। কিন্তু তা বদলে যায় পরে। সাত মাসে জন্ম হয় অপরাজিতার, তারপরে ৩ মাস লড়াই। মেয়েকে বাড়ি নিয়ে এসে সুমনা নাম বদলে অপরাজিতা রেখেছিলেন মা। নাচ ভালবাসতেন, ১৩ বছর বয়সে নাচের শিক্ষিকা হিসেবে কেরিয়ার শুরু করেন অপরাজিতা বাড়িতে অভাব ছিল, মাকে সাহায্য করার জন্যই খুদে বয়স থেকে উপার্জন করতে শুরু করেন অপরাজিতা। অভিনয়ের পাশাপাশি তাঁর একটি নাচের গ্রুপও রয়েছে। সাফল্যের সঙ্গে নৃত্যচর্চাও করেন অভিনেত্রী। 'স্বাস্থ্যবতী', এই তকমায় অনেকবার কাজ থেকে বাদও পড়তে হয়েছিল অপরাজিতাকে। অপরাজিতা সিদ্ধান্ত নিয়েছিলেন, শুধু ছোটপর্দাতেই অভিনয় করবেন তিনি, পরে এই সিদ্ধান্ত বদলান। 'প্রাক্তন' বা 'বেলাশেষে'-র মতো ছবিতে মন কেড়েছেন অভিনেত্রী, তবে এর আগেও কাজ করেছেন বড়পর্দায়।