আজ জন্মদিন বলিউড অভিনেতা গুরমিত চৌধুরীর। একনজরে দেখে নেওয়া যাক তাঁর সম্পর্কে অজানা কিছু তথ্য কমবয়সে শশী কপূরের মতো দেখতে হওয়ার কারণে পরিবার এবং বন্ধুরা তাঁকে শশী বলে ডাকতেন ছোট পর্দা দিয়ে ব্যাপক জনপ্রিয়তা পাওয়ার পর বড় পর্দায় আত্মপ্রকাশ হয় গুরমিতের অভিনেতা হওয়ার স্বপ্ন ছিল ছোটবেলা থেকেই। তাই সেই স্বপ্ন পূরণের জন্য পরিশ্রমও করতেন গুরমিত মিস্টার জব্বলপুরের খেতাব জেতেন। এছাড়াও তিনি মিস্টার ইন্ডিয়া হওয়ার জন্য প্রতিযোগিতাতেও যোগ দিয়েছিলেন বিভিন্ন বিজ্ঞাপনে কাজ করেছেন গুরমিত। জানা যায়, তাঁর প্রথম বেতন ছিল দেড় হাজার টাকা মাত্র ১৯ বছর বয়স থেকেই বলিউড ইন্ডাস্ট্রিতে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য স্ট্রাগল করতে থাকেন গুরমিত চৌধুরী ২০০৪ সাল নাগাদ স্ত্রীর দেবিনা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রথম দেখা। প্রথম দেখাতেই দেবিনা এবং গুরমিত একে অপরের প্রেমে পড়ে য়ান স্ত্রী দেবিনাকেই দুবার বিয়ে করেন তিনি। প্রথমবার বিয়ের ১০ বছর পেরিয়ে যাওয়ার পর দেবিনা এবং গুরমিত ফের বিবাহবন্ধনে আবদ্ধ হন চোখের জন্যই 'রামায়ণ' ধারাবাহিকে রামের চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়েছিলেন। দেড় বছর ধরে নিজের চুলও বাড়িয়েছিলেন