প্যারালিম্পিক্সের টেবিল টেনিসে প্রথম ভারতীয় হিসাবে পদক ভাবিনাবেন পটেলের
মাত্র এক বছর বয়সে হারিয়েছিলেন চলৎশক্তি
অস্ত্রোপচার করা হলেও লাভ হয়নি, হাঁটার ক্ষমতা ফিরে পাননি ভাবিনা
২০০৪ সালে টেবিল টেনিস খেলা শুরু করেন ভাবিনা
ফাইনালে হেরে গেলেও রুপোর পদক পেয়ে নজির গড়লেন আমদাবাদের কন্যা
ভাবিনার স্বামী নিকুল পটেল গুজরাতে অনূর্ধ্ব ১৯ পর্যায়ে ক্রিকেট খেলেছেন
নিকুল জানিয়েছেন, টেবিল টেনিসে ভাবিনার সফরটা মসৃণ ছিল না
প্র্যাক্টিসের জন্য রোজ দুবার বাস বদল করে ও অটোয় চেপে দীর্ঘ পথ পাড়ি দিতে হতো
ক্রাচ নিয়ে আমদাবাদের ব্যস্ত রাস্তা পেরতে হতো
কৃতী অ্যাথলিট রাঁধেনও ভাল, কেন্দ্রীয় সরকারি চাকরি করেন ভাবিনা