দিদির দেবশ্রী গঙ্গোপাধ্যায়ের বাড়ির পুজোয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সিঁদুরে রাঙা হয়ে ছবি ভাগ করে নিলেন অভিনেত্রী।
রাজডাঙা নব উদয় সংঘের পুজোয় দেবী বরণে তনুশ্রী চক্রবর্তী। সিঁথিতে সিঁদুর, লাল শাড়িতে দেখা দিলেন তনুশ্রী।
নিজের আবাসনের পুজোয় প্রতিমাকে বরণ করে নিলেন মিমি চক্রবর্তী। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিলেন এই ছবি।
মল্লিকবাড়ির মা দুর্গাকে বরণ করে নিলেন কোয়েল মল্লিক। সিঁদুরে রাঙা, লাল শাড়িতে ঝলমল করছেন কোয়েল।
মেয়ে রাইমার সঙ্গে দেবীবরণ করতে রাজডাঙা উদয়ন সংঘের পুজোয় হাজির মুনমুন সেন
বাড়ির পুজোয় সিঁদুরখেলায় মাতলেন অভিনেত্রী পাওলি। সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিলেন এই মিষ্টি ছবি
মা মুনমুন সেনের সঙ্গে দেবীবরণ করতে রাজডাঙা উদয়ন সংঘের পুজোয় হাজির হলেন রাইমা
রাজডাঙা উদয়ন সংঘের পুজোয় সিঁদুরখেলায় মাতলেন সোহিনী সরকার
লাল শাড়িতে অন্য রুপে টুম্পা ওরফে সুমনা দে। সোশ্যাল মিডিয়ায় সিঁদুরে রাঙা ছবি ভাগ করে নিলেন তিনি।
সামনেই বিয়ে। কিন্তু তার আগেই বিজয়াকে সিঁদুরে রাঙা ঋতাভরী চক্রবর্তী। সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিলেন লাল সাদা পোশাকে এই ছবি। মানানসই গয়নায় অপরূপা ঋতাভরী