মুক্তি পেল সিটি অফ জ্যাকেলস-এর অফিসিয়াল পোস্টার ও টিজার! প্রার্থনা রিটেল প্রোজেক্টস ও মুভি টুভি মিডিয়া প্রাইভেট লিমিটেড প্রযোজিত, সুজিত দত্ত পরিচালিত ছবি সিটি অফ জ্যাকেলস। আগামী নভেম্বর মাসেই বড় পর্দায় মুক্তি পেতে চলেছে এই ক্রাইম ড্রামা। ছবিতে আরকেসিং ও আশীষ মেহতার প্রোযোজিত এই ছবি। ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে জয় সেনগুপ্ত, সায়নী ঘোষ, শান্তিলাল মুখোপাধ্যায়, খরাজ মুখার্জী, দেবপ্রসাদ হালদার ও অমিত সাহাকে। শুক্রবার কলকাতা রাজবাড়িতে ছবির টিজার ও পোস্টার প্রকাশিত হয়। ছবিতে সায়নীকে দেখা যাচ্ছে একেবারে অন্যরকম লুকে। নভেম্বরে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি।