এবার জুটি বাঁধতে চলেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা দিব্যজ্যোতি দত্ত, প্রিয়ঙ্কা ভট্টাচার্য আসছে নতুন মিউজিক ভিডিও 'মিলন হবে কত দিনে' ভিডিওর পরিচালনায় নবাগত পরিচালক অর্ক কিরণ গুহ 'ড্রামাটিক স্যাড' ঘরানার এই গানের নাম 'মিলন হবে কত দিনে' ইতিমধ্যেই গানটির শ্যুটিং শেষ হয়ে গিয়েছে এর আগে দিব্যজ্যোতি ও প্রিয়ঙ্কাকে জনপ্রিয় ধারাবাহিকের প্রধান চরিত্রে দেখা গিয়েছে একাধিকবার এই প্রথম দু'জনকে দেখা যাবে এক মিউজিক ভিডিওয় গানটির প্রযোজনার দায়িত্ব সামলাচ্ছেন অভিনেত্রী প্রিয়ঙ্কা ভট্টাচার্য নিজেই গানটি মুক্তি পাবে এই বছরের দীপাবলিতে গানটি গেয়েছেন অদিতি বসু