খেতাব জিতে আইপিএলের শেষটা স্বপ্নের মতোই করেছেন আম্বাতি রায়াডু তিনি মোট ছয়বার আইপিএল ট্রফি জিতেছেন রায়াডুর সঙ্গে যুগ্মভাবে আইপিএলের সফলতম ক্রিকেটার রোহিত শর্মা তিনি ছয়বার আইপিএল জিতেছেন, অধিনায়ক হিসাবে জিতেছেন পাঁচবার এ বার আইপিএল ফাইনাল হেরেছে হার্দিকের গুজরাত টাইটান্স তবে তিনি কিন্তু মুম্বই ইন্ডিয়ান্স ও গুজরাতের হয়ে মোট পাঁচবার আইপিএল জিতেছেন আইপিএলের ফাইনালে ধোনির সিএসকের বিরুদ্ধেই পরাজিত হয়েছিলেন হার্দিকরা এ বারের আইপিএল মিলিয়ে মোট পাঁচবার খেতাব জিতে ফেললেন ধোনিও এ বারের আইপিএলে চোটের কারণে খেলতে পারেননি যশপ্রীত বুমরা তবে তিনি দশ মরসুম খেলেই পাঁচ-পাঁচবার আইপিএল খেতাব জিতে নিয়েছেন