বিশ্ববাজারের অন্ধকারের আবহ থাকলেও দীপাবলির আগেই আলো দেখাচ্ছে ভারতের শেয়ার বাজার। সপ্তাহের প্রথম দিনেই এদিন 'বুল রান' দেখা গেল বাজারে।
আজ ট্রেডিং শেষে মুম্বই স্টক এক্সচেঞ্জের সেনসেক্স 492 পয়েন্ট বেড়ে 58,410 পয়েন্টে পৌঁছেছে। যেখানে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের নিফটি 134 পয়েন্ট বেড়ে 17,320 পয়েন্টে বন্ধ হয়েছে।
বাজারে আজকের ট্রেডিং সেশনে ব্যাঙ্কিং, অটো, আইটি, এনার্জি, ফার্মা, এমএফসিজি খাতের শেয়ারে লেনদেন দেখা গেছে।
সেখানে সেনসেক্সের 30টি স্টকের মধ্যে 23টি স্টক সবুজে ও 7টি শেয়ার পতনের সঙ্গে বন্ধ হয়েছে।
আজ সপ্তাহের প্রথম দিনেই পতনের সঙ্গে শুরু করল ভারতের শেয়ার বাজার। বিশ্ববাজারের প্রভাবের ফল দেখা যায় নিফটি, সেনসেক্সে। পরে বদলে যায় চিত্র।
SBIN 543.20 3.03
BAJAJ FINSV 1,723.80 2.10
AXIS BANK 816.50 2.00
NTPC 168.30 1.94
ICICI BANK 886.50 1.87
HINDALCO 388.50 -2.18
LT 1,884.40 -1.42
JSW STEEL 631.95 -1.30
HCL TECH 995.30 -0.72
BRITANNIA 3,780.05 -0.43